মৃত্যু ৫ হাজার ছুঁই ছুঁই, শনাক্ত ছাড়াল সাড়ে তিন লাখ

0
372
মৃত্যুতে করোনার উৎস চীনকে ছাড়ালো বাংলাদেশ

খবর৭১ঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪০ জন মারা গেছেন। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৭৯ জন।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭০৫ জন। মোট শনাক্ত হয়েছে তিন লাখ ৫০ হাজার ৬২১ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৫২ জন। মোট সুস্থ দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

অক্টোবরের শেষ দিকে এবং নভেম্বরে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা করছে সরকার। এক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here