ভারতে ধসে পড়লো তিনতলা ভবন, নিহত ৮

0
402
ভারতে ধসে পড়লো তিনতলা ভবন, নিহত ৮

খবর৭১ঃ
ভারতে সোমবার সকালে মুম্বাইয়ের কাছে ভিওয়ান্দিতে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত আট জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে দেশটির ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ছাড়াও রয়েছে স্থানীয় বাসিন্দারা।

এনডিআরএফ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপে এখনো ২০ থেকে ২৫ জন আটকে থাকতে পারে।

প্রাথমিক রিপোর্ট অনুসারে, ভোর রাত সাড়ে তিনটা নাগাদ ২১টি ফ্ল্যাটের ওই বিল্ডিংটি ধসে পড়ে। এ সময় ফ্ল্যাটের সব বাসিন্দারাই ঘুমিয়ে ছিলেন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here