বালিয়াডাঙ্গীতে ভারত থেকে গরু আনার পথে ১ জনের মৃত্যু!

0
360
বালিয়াডাঙ্গীতে ভারত থেকে গরু আনার পথে ১ জনের মৃত্যু!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অদ্য ১৮/০৯/২০ আনুমানিক রাত ০৩,০০ ঘটিকায় ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া বিওপির মেইন পিলার ৩৮৩এর ২এস এর আয়রন ব্রিজের নিকট দিয়ে ৭/৮ জন বাংলাদেশী গরু চোরাকারবারি অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে ভারতের ১৭১ বিএসএফের সোনামতি ক্যাম্পের টহল দল তাদেরকে তাড়া দেয়। এ সময় বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে বলে জানা গেছে।

চোরাকারবারিরা বিএসএফের হাত থেকে রক্ষা পেতে নাগরনদীতে ঝাপ দিলে মোঃ আব্দুল আলী @ আদু (৩৫), পিতা এজাবুল, গ্রাম যুগীহার, পোঃ হরিনমারী, থানা বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও নিখোঁজ হয়।

পরবর্তীতে ভারতের ৬০ গজ অভ্যন্তরে আয়রন ব্রিজ এর নিকট তার লাশ ভেসে ওঠে বলে জানা যায়।

বর্তমান লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। লাশ ফেরত আনার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here