শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে মন্ত্রণালয়

0
327
শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে মন্ত্রণালয়

খবর৭১ঃ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে জানাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লেটেস্ট যে সার্কুলার, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছি। কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মত অবস্থা নেই।’

তিনি আরো বলেন, ‘১০/১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব ওপেন করে দিচ্ছে, যদিও (করোনা ভাইরাস) ধরা পড়ছে। কিন্তু কী করবে, কত দিন আর বন্ধ রাখা যাবে?’

সচিব বলেন, ‘আমরা এখন বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর দিয়ে দিয়েছি। তারা চিন্তা-ভাবনা করছে কী করা যায়। এর আগে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here