ঠাকুরগাঁওয়ে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান!

0
407
ঠাকুরগাঁওয়ে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের জায়গা থেকে আাবাসিক ভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ । সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরগাঁও রেল স্টেশনের আশে পাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ রেলওয়ের বিভাগ।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট, লালমনিহাট- পূর্ণেন্দু দেব এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন।

বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব জানান, ঠাকুরগাঁও রেল স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে দু’পাশ দিয়ে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থায়ীভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট, বসত বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। যতদিন না রেলওয়ের সব জায়গা অবৈধ দখলমুক্ত হচ্ছে, ততদিন এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহাগ, সদর থানা পুলিশের উপপরিদর্শক ভূষণ রায়, পেশকার চন্দন কুমার দে-সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here