ভারতে ফের একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড

0
443
করোনা

খবর৭১ঃ
আবারো একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন বিশ্বরেকর্ড হলো ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৫৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২০১ জন। ভারতে এ পর্যন্ত ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ লাখের বেশি রোগী। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ হাজার ৪৭২ জন।

সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here