এতিমখানার শিশুদের মাঝে খাবার ও উপকরণ বিতরণ করলো লিও ক্লাব অব লালবাগ ডিলাইটস্

0
457
এতিমখানার শিশুদের মাঝে খাবার ও উপকরণ বিতরণ করলো লিও ক্লাব অব লালবাগ ডিলাইটস্

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি :
এতিমখানার শিশুদের মাঝে খাবার ও উপকরণ সামগ্রী বিতরণ করেছে লিও ক্লাব অব ঢাকা লালবাগ ডিলাইটস্। আজ শুক্রবার সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে ওই খাবার ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এতে স্পন্সর করে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ’র লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ ডিলাইটস্। বড় হাশিমপুর দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম বাবু এতিম শিশুদের হাতে উপকরণ সামগ্রী তুলে দেন।

এ সময় লায়ন্স ক্লাব অব লালবাগ ডিলাইটস্’র সচিব লায়ন মো. প্রিন্স, লিও ক্লাব অব লালবাগ ডিলাইটস্ সভাপতি লিও এজাজুল হক দানিশ, সম্পাদক লিও মো. মুসা, লিও সাইফুল, লিও খুরশীদ, লিও ইকু, লিও ইকবাল, লিও সজীব, লিও শাওন ও লিও রকি প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে এতিমখানার পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. নাছিম রেজা শাহ্, এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার প্রধান মৌলভী হাফেজ মোহাম্মদ আনোয়ারুল ইসলামসহ পরিচালনা পর্ষদের অন্যান্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এতিমখানার শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল গামছা, সাবান, টুঠব্রাশ প্রভূতি। পরে সেখানে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন বড় হাশিমপুর দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ মো. আনোয়ারুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here