ডিএসসিসি’র আরও ১০ কর্মী কর্মচ্যুত

0
452
ডিএসসিসি'র আরও ১০ কর্মী কর্মচ্যুত

খবর৭১ঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের স্কেলভুক্ত ৭ জন উচ্ছেদ শ্রমিক ও প্রকৌশল বিভাগের অঞ্চল-৫এর স্কেলভুক্ত ৩ জন সড়ক শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে।

চাকরির বয়সসীমা অতিক্রম করায় বৃহস্পতিবার ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ১০ জনকে চাকরিচ্যুত করা হয়।

অফিস আদেশ বলা হয়, কর্মচ্যুতদের মধ্যে অনেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার পরেও ৩ হতে ১০ বছর ধরে ডিএসসিসিতে চাকরি করছেন।

কর্মচ্যুতরা হলেন, মো. শামসুল হক, মো. নেছার উদ্দিন, জয়নাল, ধলু মিয়া, শেখ নুরুল আমিন, আব্দুল আলী, মো. মিলন মিয়া।

সম্পত্তি ভাগের উচ্ছেদ শ্রমিক এবং মো. আব্দুল মজিদ, জামাল এবং মো. জয়নাল আবেদিন। কর্মচ্যুতকৃত স্কেলভুক্ত মাস্টার রোল কর্মীগণ ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে আর কোনো বেতন-ভাতা/ আর্থিক সুবিধা পাবেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জনস্বার্থে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও অফিস আদেশ উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here