শাজজাদপুরে ৪৯ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

0
359
শাজজাদপুরে ৪৯ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

খবর৭১ঃ

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ফেনসিডিলসহ তিন আন্তজেলা মাদক কারবারিকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। শাহজাদপুর থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিদ মাহমুদ খানের নির্দেশনায় এসআই মোঃ খলিলুর রহমান, এসআই মোঃ এসলাম আলী আলী, এএসআই মোঃ মেহেদুল ইসলাম, এএসআই কাঞ্চন কুমার সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর সদরের বিসিক বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

এ সময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ও নগদ ৯ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়। আটক তিনজন হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার মরিচা পড়ার মোঃ শাহিন, মোঃ আল মাবুদ ও মোঃ আলম শেখ। তাদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিদ মাহমুদ খান প্রেস ব্রিফিং করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে তিনজন মাদক কারবারি বিক্রয় নিষিদ্ধ ভারতীয় নেশাজাত দ্রব্য ফেন্সিডিল নিয়ে পাবনা এক্সপ্রেস নামে একটি গাড়িতে করে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছে। তখন শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ও নগদ সাড়ে ৯ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here