ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হতদরিদ্রের মাঝে টিউবওয়েল,ফলদবৃক্ষ ও কোরআন শরিফ বিতরণ

0
407
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হতদরিদ্রের মাঝে টিউবওয়েল,ফলদবৃক্ষ ও কোরআন শরিফ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জামিরিয়া ইহয়াউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে হতদরিদ্র ১০০ টি পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ১ টি করে নলকূপ ও সরঞ্জামদী ৫টি করে আমগাছ ও ৫ টি করে পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়।

এসময় আল মানালি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঠাকুরগাঁও, দিনাজপুর পঞ্চগড় ও কুড়িগ্রাম প্রতিনিধি হাফেজ মুফতী মোঃ শরিফুল ইসলাম বলেন, এই মহতি উদ্যোগের জন্য আল মানাহিল ওয়েলফেয়ারের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমিরউদ্দীন ও নির্বাহী পরিচালক শেখ ফরিদ উদ্দিন বিন জমিরউদ্দীন কে অসংখ্য ধন্যবাদ জানায়।

বৃহস্পতিবার দুপুর ১টায়
অনুষ্ঠানে হাফেজ মুফতি মোঃ শরিফুল ইসলাম ও মোঃ বেলাল উদ্দীনের পরিচালনায় বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, জামিরিয়া ইহয়াউল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ বাবর আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম ও সাংবাদিক মোঃ জানে আলম শেখ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here