ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোট ১৭ অক্টোবর

0
369
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোট ১৭ অক্টোবর

খবর৭১ঃ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের ভোটগ্রহণ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভোটের এই তারিখ চূড়ান্ত করে আজ বৃহস্পতিবার দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর জানান, আগ্রহী প্রার্থীরা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২০ সেপ্টেম্বর বাছাইয়ের পর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

তিনি বলেন, দুই আসনেই ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে। স্বাস্থ্যবিধি মেনে ভোট নেওয়া হবে। ভোটের প্রচারেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা জারি করা হবে।

গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন এবং ২৮ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here