মেসেঞ্জারে ব্লক না করেই মেসেজ উপেক্ষা করবেন যেভাবে

0
613
মেসেঞ্জারে ব্লক না করেই মেসেজ উপেক্ষা করবেন যেভাবে

খবর৭১ঃ ফেসবুক মেসেঞ্জারে কাউকে ব্লক না করেই তার পাঠানো মেসেজ উপেক্ষা করা যায়। জেনে নিন কাজটি কীভাবে করবেন ।

কী কী প্রয়োজন?

ফেসবুক মেসেঞ্জারের লেটেস্ট ভার্সন।

একটি ইন্টারনেট কানেকশন।

ফেসবুক মেসেঞ্জারে ডেক্সটপ থেকে কাজটি করার পদ্ধতি:

স্টেপ ১। ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করুন।

স্টেপ ২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে ‘আই’ বাটন সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার ‘প্রাইভেসি ও সাপোর্ট’ অপশন সিলেক্ট করুন। এর পরে ‘ইগনোর মেসেজেস’ অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৪। নিশ্চিত করতে পপ-আপ উইন্ডোতে একই অপশন সিলেক্ট করুন।

ফেসবুক মেসেঞ্জার মোবাইল অ্যাপে উপেক্ষা করার পদ্ধতি:

স্টেপ ১। ফেসবুক মেসেঞ্জার ওপেন করে লগ ইন করুন।

স্টেপ ২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে ‘আই’ বাটন সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার ‘ইগনোর মেসেজ’ বাটন সিলেক্ট করুন।

স্টেপ ৪। নিশ্চিত করতে কনফার্ম করুন।

এর পরে ফেসবুক মেসেঞ্জারে ঐ ব্যক্তি আপনাকে মেসেজ পাঠালে আপনার কাছে তা আর পৌঁছাবে না। ফলে সহজেই অপ্রয়োজনীয় মেসেজের হাত থেকে রেহাই পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here