ঝালকাঠিতে মিথ্যা মামলা দিয়ে মৎস্য খামারীকে হয়রানির অভিযোগ স্ত্রী সন্তানরা বিপাকে

0
475
ঝালকাঠিতে মিথ্যা মামলা দিয়ে মৎস্য খামারীকে হয়রানির অভিযোগ স্ত্রী সন্তানরা বিপাকে

খবর৭১ঃ

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে জামাল হোসেন নামে এক মৎস্য খামরীকে মিথ্যা অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় আসামি করে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ সোমবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জামাল হোসেনের স্ত্রী হালিমা বেগম এ অভিযোগ করেন।

মামলার পর থেকে প্রায় এক মাস পালিয়ে বেড়াচ্ছেন জামাল হোসেন। ফলে তাঁর স্ত্রী চার সন্তান নিয়ে বিপাকে পরেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিমা বেগম জানান, নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘোষ গ্রামের নূর ইসলামের কাছ থেকে ৫ বছরের জন্য জমি লিজ নিয়ে মৎস্য খামার করেন জামাল হোসেন। ওই জমি নিয়ে নূর ইসলামের সঙ্গে স্থানীয় ছোহবার শরীফের বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় মামলা করেসংবাদ সম্মেলনে জামাল হোসেনের ভাই বাবুল হাওলাদারসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে। নির্দোষ কাউকে হয়রানি করা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here