চুরি,ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ও দাঙ্গা-হাঙ্গামা রোধে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থায়ী করার জোর দাবী ঝিনাইদহ জেলাবাসীর

0
378
চুরি,ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ও দাঙ্গা-হাঙ্গামা রোধে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থায়ী করার জোর দাবী ঝিনাইদহ জেলাবাসীর

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ : চুরি,ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী ও দাঙ্গা – হাঙ্গামা রোধে ঝিনাদহের পুলিশ ক্যাম্পের বিকল্প নেই বলে জানিয়েছে ঝিনাইদহের সর্বস্তরের মানুষ।

ঝিনাইদহের ৭টি অস্থায়ী পুলিশ ক্যাম্প বিদ্যামান রাখা বা প্রত্যাহার সংক্রান্ত ওয়ার্কশপ অনুষ্ঠানে এসব কথা বলেন। রবিবার বিকালে ঝিানইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড.বিএম রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম,শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ ৬টি উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে ঝিনাইদহের হরিশঙ্করপুর, বংকিরা, নলডাঙ্গা, কাতলাগাড়ি, নারায়নকান্দি, ভাটই ও লক্ষ্মীপুুর সহ ৭ টি অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা বা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে সকলের মতামত গ্রহণ করা হয়। এসময় অস্থায়ী পুলিশ ক্যাম্প গুলো অপসারণ না করে দ্রুত স্থায়ীভাবে নির্মানের দাবী জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here