সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক আসরে মাটির গান অনুষ্ঠিত

0
588
সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক আসরে মাটির গান অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর শহরের স্বনামধন্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর ১২তম সাহিত্য ও সাংস্কৃতিক আসর মাটির গান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় সামাজিক দূরত্ব মেনে শহরের এস আর প্লাজার ২য় তলায় সংগঠনের কার্যালয় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন সাহিত্য ও সাংস্কৃতিক আসর মাটির গান অনুষ্ঠানের শুরুতেই নিজস্ব সংস্কৃতি নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য বলেন সাধারন সম্পাদক রইজ উদ্দিন রকি, কবি শেখ আব্দুল আউয়াল, বন্ধনের উপদেষ্টা এম আরমান, বেলাল হোসেন। সাহিত্য ও সাংস্কৃতিক আসরে বন্ধনের শিল্পী মাধব চন্দ্র রায়, মনিষা, লিপি, আনোয়ার হোসেন, মাহাবুব, বিপ্লব, বাদশা সংগীত পরিবেশন করেন। আসরে কবিতা আবৃত্তি করে অনিক, কবিতা ও সাব্বির হুসাইন। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায় এর ভাই তরুন রায় ও নারায়ন রায় মাটির গান পরিবেশন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here