ঝালকাঠির অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে ছাই আহত ১০ জন

0
536
ঝালকাঠির অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে ছাই আহত ১০ জন

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি রাজাপুরের পুটিয়াখালি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০ লাখ টাকা। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে এবং পেট্রোল ব্যবসায়ীর দগ্ধসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে।

বুধবার রাতের এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় রাজাপুর ও ভান্ডারিয়ার ২টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় পেট্রোল ব্যবসায়ী আব্দুল মজিদ মোমবাতি জালিয়ে পেট্রোল বিক্রি করার সময় হঠাৎ আগুন লেগে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তিনি দগ্ধ হন। পরে ২ পাশের অন্তত ১৫টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ ঘটনাস্থলে পরিদর্শনকালে ইউএনও সোহাগ হাওলাদার জানান, বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরন করা হবে। পরবর্তীতে সার্বিক সহায়তা দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here