২৫ জুলাই শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ

0
275
২৫ জুলাই শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ

খবর৭১ঃ তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য শিল্প এলাকাগুলোতে আগামী ২৫ জুলাই (শনিবার) ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, আসন্ন ঈদুল আযহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ২৫ জুলাই খোলা রাখতে হবে। তবে এ সময় ব্যাংকের শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ওই দিন পূর্ণ দিবস খোলা রাখতে হবে।

এতে আরো বলা হয়, ২৫ জুলাই বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে উপরিল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোন ব্যাংক শাখার উপর চেক প্রদান করা যাবে না এবং এরূপ চেক যথারীতি প্রত্যাখ্যাত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here