ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আরও ৬টি পশুর হাটের অনুমোদন

0
361
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আরও ৬টি পশুর হাটের অনুমোদন

খবর৭১ঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) আরও ছয়টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ইজারা পাওয়া ছয়টি হাটসহ ডিএসসিসিতে মোট ১১টি হাটের ইজারা দেওয়া হলো।

মঙ্গলবার ডিএসসিসিতে হাট ইজারা সম্পর্কিত তৃতীয় পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নতুন অনুমোদন পাওয়া হাটগুলো হলো- খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা (ইজারামূল্য এক কোটি ২০ লাখ), যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা (এক কোটি ৮০ লাখ), ধুপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা (৫০ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা), ধোলাইখাল ট্রাক-স্ট্যান্ডের পাশে সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন খালি জায়গা (৪৮ লাখ ৫০ হাজার), আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা (২০ লাখ ২৫ হাজার তিন টাকা) এবং লালবাগে রহমতগঞ্জ খেলার মাঠের আশেপাশের খালি জায়গা (২৫ লাখ ১০ হাজার টাকা)।

আগে ইজারা পাওয়া পাঁচটি হাট হলো- পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন হাট (ইজারা মূল্য ছিল ৭০ লাখ ৫০ হাজার), গোপীবাগের হাট (দুই কোটি ৫২ লাখ টাকা), হাজারীবাগের হাট (এক কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৫ টাকা), খিলগাঁও হাট (৮৫ লাখ ৫০ হাজার), এবং আফতাব নগরের হাট (এক কোটি ১০ লাখ ৩০ হাজার)।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে অস্থায়ী পশুর হাটের তালিকা এটিই চূড়ান্ত বলে জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here