রাজধানীর দক্ষিণখানে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

0
370
রাজধানীর দক্ষিণখানে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

খবর৭১ঃ রাজধানীর দক্ষিণখানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রিপনের  বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে বলে র‌্যাবের দাবি।

বুধবার র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

অভিযানের বিষয়ে র‌্যাব জানায়, রাত ৩টার দিকে আসিয়ান সিটি ফাঁকা মাঠে ৪-৫ জন মাদক ব্যবসায়ীর উপস্থিতির খবর পেয়ে র‌্যাবের টহল টিম সেখানে অভিযানে যায়। মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন র‌্যাব সদস্য আহত হন। জবাবে র‌্যাব পাল্টা গুলি চালালে রিপন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here