করোনায় প্রাণ হারালেন সচিব নরেন দাস

0
292

খবর৭১ঃ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। মঙ্গলবার রাত আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইন মন্ত্রণালয়ের পাঠানো্ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। নরেন দাসকে আইসিইউতে চিকিৎসা দেয়া হলেও তার স্ত্রীকে কেবিনে রেখে চিকিৎসা দেয়া হয়। নরেন দাসের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ চট্টগ্রামে দাহ করা হবে।

২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের (ড্রাফটিং) দায়িত্বে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here