গোমতীতে নৌকাডুবিঃ ২ যুবকের লাশ উদ্ধার

0
350
গোমতীতে নৌকাডুবিঃ ২ যুবকের লাশ উদ্ধার
ছবি: যুগান্তর

খবর৭১ঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার সকালে দাউদকান্দির গোমতী নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সজিব ও অনিক। তারা ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এবং এসও ফয়েজ আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে মাইক্রোবাসে করে দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় আসেন আট তরুণ।

পরে স্থানীয় তিন বন্ধুর সঙ্গে সেখানে খাওয়া শেষে একটি ছোট নৌকায় করে নদীর পাশে মাছের প্রজেক্ট দেখতে যান তারা। কিছুক্ষণ পর নদীতে চলমান একটি ট্রলারের ঢেউ এসে ওই নৌকায় ধাক্কা দেয়। এতে অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকাটি ডুবে যায়।

পরে সাঁতার কেটে মাঝিসহ অন্যরা তীরে উঠে আসেন। কিন্তু সজীব ও অনিক নিখোঁজ হন। চাঁদপুর থেকে পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করলেও দুই যুবককের খোঁজ পায়নি। শনিবার দাউদকান্দি গোমতী নদীতে নৌকা থেকে ওই দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ সময় উপস্থিত ছিলেন-দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here