খবর৭১ঃ যেসকল বিদেশি ছাত্র-ছাত্রী আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন তাদেরকে দেশে ফিরে আসতে হতে পারে। কারণ, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো তাদের সব ধরনের কোর্স অনলাইনে চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সোমবার (৬ জুলাই) এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিভাগ (আইসিই)।
এটার কারণে আমেরিকায় পড়তে আসা হাজার হাজার ছাত্র-ছাত্রী ওপর প্রভাব পড়বে। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, কিংবা নন-একাডেমিক কাজে অথবা কারিগরী শিক্ষার জন্য আমেরিকায় এসেছিলেন তাদের মহামারির এমন সময়ে ফিরে যেতে হবে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসছে না। নিউইয়র্কসহ অন্যান্য কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ কমলেও বাড়তে শুরু করেছে প্রায় ৩০টি রাজ্যে। সে কারণে প্রতিদিন আক্রান্ত হচ্ছে রেকর্ড সংখ্যক। করোনার এমন সময়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস চালু করার সাহস করতে পারছে না।
সে কারণে তারা বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইনে কোর্স চালু করার পরিকল্পনা করছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো সবগুলো কোর্স অনলাইনে চলবে। এমনকী যেসব ছাত্র-ছাত্রী ক্যাম্পাসে বসবাস করেন তাদের জন্যও। সে কারণে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি ছাত্র-ছাত্রীদের দেশে ফিরে যেতে হতে পারে।
এ বিষয়ে অভিবাসন ও কাস্টম বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যেসকল ছাত্র-ছাত্রীদের কোর্স অনলাইনে চলবে কিংবা যারা অনলাইনের কোর্সের জন্য ভর্তি হয়েছেন তাদের ভিসা দিবে না যু্ক্তরাষ্ট্র। অন্যান্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিও দিবে না।