সীমান্তে ৫ পাকিস্তানিকে গুলি, ভারতীয় কূটনৈতিককে তলব

0
345
ঠাকুরগাঁও সীমান্তে গত দুই দিনে বিএসএফ’র গুলিতে একজন নিহত, আহত এক

খবর৭১ঃ সীমান্তে লাইন অব কন্ট্রেলে (এলএসি) যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৫ পাকিস্তানি নাগরিকের ওপর গুলি চালানোর ঘটনায় ভারতের সিনিয়র কূটনৈতিককে তলব করেছে ইসলামাবাদ।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয় বলে জানিয়ে ডন অনলাইন।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, রোববার রাতে নিকিয়াল সেক্টরে ভারতীয় বাহিনীর উসকানিমূলক গুলিতে ৫ জন বেসামরিক নাগরিক আহত হন। আহতদের মধ্যে ৩ জন বালক ও দুইজন নারী। পাকিস্তানি সেনাবাহিনী এর যথাযথ জবাব দিয়েছে তিনি যোগ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতীয় বাহিনীর উসকানিমূলক গুলিতে ১০ বছর বয়সী জোনায়েদ, ৭ বছরের আরিয়ান, ৭০ বছরের বৃদ্ধা জাহান বেগম, ৫০ বছর বয়সী জুবায়েদা বিবি ও ১৫ বছরের কামরান শফিক গুরুতর আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here