সৈয়দপুরে ইয়ামাহা রাইডারস্ ক্লাবের আয়োজনে তিন শত মাস্ক বিতরণ করলেন ট্রাফিক বিভাগের পরিদর্শক

0
642
সৈয়দপুরে ইয়ামাহা রাইডারস্ ক্লাবের আয়োজনে তিন শত মাস্ক বিতরণ করলেন ট্রাফিক বিভাগের পরিদর্শক
ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারীর সৈয়দপুরে তিন শত মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার ইয়ামাহা রাইডারস্ ক্লাব “মাস্ক পড়ুন,সুরক্ষিত থাকুন”এ শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইয়ামাহা মোটরসাইকেলের পরিবেশক মেসার্স মাসুম মটরস্ শো-রুমের সামনে ওই মাস্ক বিতরণ করা হয়।

সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) মো. আবু নাহিদ পারভেজ চৌধুরী ছিলেন মাস্ক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি। এ সময় মেসার্স মাসুম মটরস্ এর স্বত্তাধিকারী মো. মাসুম আহমেদ, সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের শহর ও যানবাহন উপ -পরিদর্শক (সার্জেন্ট) মো. আশরাফ কোরাইশি, নীলফামারী জেলা মাইক্রোবাস, কার ও পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজু কুমার আগরওয়ালা, ইয়ামাহা কোম্পানীর মাকেটিং অফিসার অমিত চৌধুরী, সার্ভিস ইঞ্জিনিয়ার মো. রাসেল আবেদীন ও ইয়ামাহা রাইডারস্ ক্লাবের এডমিন মো. রুহুল রূপম,সাংবদিক জসিম উদ্দিন ও তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ উপস্থিত ছিলেন। ইয়ামাহা রাইডারস্ ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে তিন শত মাস্ক বিতরণ করেন প্রধান অতিথি মো. আবু নাহিদ পারভেজ চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here