খবর৭১ঃ রাজধানী ঢাকায় স্থাপিত হচ্ছে সাইবার থানা। তবে সারা দেশের ভুক্তভোগীরা অনলাইনের মাধ্য এ থানায় অভিযোগ দায়ের করতে পারবেন।
সোমবার রাজধানীর মালিবাগের কার্যালয়ে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সিআইডি একটি সাইবার থানা স্থাপন করবে। এটি ঢাকায় থানাটি স্থাপন করা হলেও সারা দেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।’
সিআইডিপ্রধান বলেন, ‘সিআইডির তদন্তকে আগের চেয়ে গতিশীল করার কাজ চলছে। এর আগে মামলাগুলোর ক্ষেত্রে ৬০ বা ৭০ শতাংশ মৌখিক স্বীকারোক্তির ওপর নির্ভর করতে হতো সিআইডিকে। কিন্তু এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।’
মাহবুবুর রহমান আরও বলেন, মানবপাচারকারী হিসেবে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর–২ আসনের বিতর্কিত সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের বিষয়ে তথ্য–উপাত্ত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ বিষয়ে সিআইডি প্রধান মাহবুবুর রহমান বলছেন, ‘সাক্ষ্য–প্রমাণসহ আমরা সব বলব। ধৈর্য ধরুন। তার (পাপুল) বিষয়ে বিস্তারিত খোঁজ চলছে। আমরা এ বিষয়ে সব ধরনের তথ্য–উপাত্ত সংগ্রহ করছি। এখন বিষয়টি আন্তর্জাতিক ইস্যু। তাই অনেক বিষয় বিবেচনা করে কাজ করতে হচ্ছে। আশা করি, তথ্য–উপাত্ত সংগ্রহ করে আমরা এ বিষয়ে শিগগিরই জানাতে পারবো।’
তিনি বলেন, ‘মানবপাচারকারীদের বিষয়ে সরকারের দুটি মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা দুটি তালিকা পেয়েছি। এ ছাড়া পাচার হওয়া ভুক্তভোগী, তাদের পরিবার ও বিভিন্ন দেশের অ্যাম্বাসির কাছ থেকে অনেক নাম পাওয়া গেছে। তাদেরও আমরা নজরদারিতে রেখেছি। তাদের বিষয়ে কাজ করছি।’