ঈদুল আজহা কবে তার ওপর নির্ভর করছে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস পরিমাণ

0
362
ঈদুল আজহা কবে তার ওপর নির্ভর করছে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস পরিমাণ
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা ৩১ জুলাই, না আগস্ট হবে, এর ওপর নির্ভর করছে সরকারি চাকরিজীবীদের ঈদবোনাস ৩১ জুলাই ঈদ হলে তাঁরা বোনাস পাবেন জুনের মূল বেতনের সমান আগস্ট ঈদ হলে বোনাস জুলাইয়ের মূল বেতনের ভিত্তিতে হবে সে ক্ষেত্রে বোনাস বেশি পাবেন সরকারি চাকরিজীবীরা

বিদ্যমান বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জুলাই থেকে বার্ষিক শতাংশ ইনক্রিমেন্ট পাঁচ বছর ধরেই কার্যকর হয়ে আসছে। এক দিনের হেরফেরে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) কার্যালয় পড়েছে এখন বিপাকে, কোন তারিখকে ঈদ ধরে বোনাস দেওয়া হবে, তা নির্ধারণ করতে পারছে না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিজিএ কার্যালয় তাই এক চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়েছে গতকাল রোববার

সিজিএ কার্যালয় অবশ্য আগস্ট ঈদ ধরে জুলাই মাসের ইনক্রিমেন্টের হিসাবসহ সরকারি চাকরিজীবীদের ঈদুল আজহার বোনাস দিতে চায় বলে নিজের মতামত জানিয়েছে চিঠিতে। ঈদ ৩১ জুলাই হলে প্রয়োজনে পরের মাসের বেতন বা পেনশন থেকে সমন্বয় করা হবে কথাও বলেছে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ঈদের সম্ভাব্য তারিখ আগস্ট। যদিও তা চাঁদের ওপর নির্ভরশীল; এতে ৩১ জুলাইও ঈদ হতে পারে। ঈদ বোনাসের হিসাব করতে অন্তত ১০ কর্মদিবস সময় লাগে। তাই আগেভাগেই অর্থ মন্ত্রণালয়ের কাছে সিদ্ধান্ত চাইছে বলে চিঠিতে জানায় সিজিএ কার্যালয়

অর্থ মন্ত্রণালয় আজকালের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে সিজিএ কার্যালয়কে চিঠি পাঠাবে বলে জানা গেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here