বিশ্বে করোনা আক্রান্ত ১ কোটি ৩ লাখ ছাড়াল

0
330
দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু

খবর৭১ঃ

করোনা সংক্রমণে কাঁপছে সারা বিশ্ব। ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোকে মৃতুপরীতে পরিণত করেছে এ অদৃশ্য ভাইরাসটি।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনাভাইরাসে এক কোটি তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৯টা ৪০ মিনিট পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩ লাখ ২ হাজার ৯২ জন।

মারা গেছেন ৫ লাখ ৫ হাজার ৫০৬ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৭ হাজার ৪৭১ জনের। সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৭৮ হাজার ৩৮১ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫৬৮ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৪৭ জনের।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যু অনেকটা কমে এলেও আক্রান্তের হার একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৮৫ জনের, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৫১২ জনের।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৫৪০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২৬ লাখ ৩৭ হাজার ৪০৯ জন, মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৪৪৩ জন।

বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৫৫ জন, একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩১৩ জন। এ দেশটিতে মোট আক্রান্ত ১৩ লাখ ৪৫ হাজার ৪৭০ জন, মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৬৫৯ জনের।

তৃতীয় স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ১৫৭ জন, মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬৬ জনের।

চতুর্থ স্থানে থাকা ভারতে আগের দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬২০ জন, যা আগের দিন ছিল ২০ হাজার ১৩১ জন।

এ নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন সংখ্যা ৫ লাখ ৪৯ হাজার ৯৯১ জন, মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫০৪ জনের।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে মোট আক্রান্ত ৩ লাখ ১১ হাজার ১৫১ জন, মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৫৫০ জনের।

এরপর স্পেনে মোট আক্রান্ত ২ লাখ ৯৫ হাজার ৮৫০ জন, মারা গেছেন ২৮ হাজার ৩৪৩ জন।

চিলি ও ইতালিকে ছাড়িয়ে সপ্তম স্থানে উঠে আসা পেরুতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৭৯ হাজার ৪১৯ জন, মৃত্যু হয়েছে ৯ হাজার ৩১৭ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here