করোনার নতুন ধাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারি

0
439
করোনার নতুন ধাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারি

খবর৭১ঃ

কোভিড-১৯ মহামারী এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। করোনা মহামারির বিস্তার বেড়ে যাচ্ছে বলে সতর্কও করেছেন তিনি।

তিনি বলেন, বিশ্ব এখন নতুন ও বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। এই ভাইরাস এখনও দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। বিশ্বের বেশিরভাগ মানুষ এখন ঝুঁকিতে।

শুক্রবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সংম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এসব কথা বলেন। বৃহস্পতিবার এক দিনে দেড় লাখ নতুন রোগী শনাক্তের পরই এ হুশিয়ারি দিলেন তিনি।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছে, যা গত ডিসেম্বরে মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বেশি। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে।

বিশ্বে এ পর্যন্ত ৮৬ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে সাড়ে ৪ লাখের বেশি মানুষ মারা গেছে।

সংবাদ সম্মেলনে সংস্থার বিশেষজ্ঞ মাইক রায়ান বিভিন্ন দেশে সংক্রমণের দ্বিতীয় দফার ঢেউয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পরিস্থিতির আপত উন্নতিতে বিভিন্ন দেশের বিধি-নিষেধ তুলে নেয়ার দিকটি নিয়ে তিনি বলেন, লকডাউন থেকে বের হওয়ার সিদ্ধান্তটি সতর্কতার সঙ্গে নেয়া উচিৎ। তা নিতে হবে ধাপে ধাপে, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here