করোনায় আক্রান্ত আরও দুই সংসদ সদস্য

0
388
করোনায় আক্রান্ত আরও দুই সংসদ সদস্য

খবর৭১ঃ প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও দুই সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজন হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। নতুন এই দুজনকে নিয়ে মোট ১১ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

মঙ্গলবার উপাধ্যক্ষ আবদুস শহীদের একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার গণমাধ্যমকে বলেন, তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তার জ্বর রয়েছে, তবে শ্বাসকষ্ট নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি ও মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য আবদুস শহীদ ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। এর আগে তার ব্যক্তিগত সহকারীও আক্রান্ত হয়েছিলেন, তবে তিনি এখন সুস্থ।

এদিকে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং গণফোরাম নেতা মোকাব্বির খানের করোনা পজিটিভ ধরা পড়েছে।

গত সোমবার দুপুরে তিনি শ্বাসকষ্ট নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার পর তার নমুনা সংগ্রহ করে সিএমএইচ কর্তৃপক্ষ। মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এমপি মোকাব্বির খানের ব্যক্তিগত সহকারী ও তার ভাতিজা জুবের খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকাল তিনটার দিকে মোকাব্বির খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। দুপুরে নরম খাবারও গ্রহণ করেছেন। মোকাব্বির খান তার নির্বাচনী এলাকাসহ সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান জুবের খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here