শায়েস্তাগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবলীগ নেতার মৃত্যু

0
310
শায়েস্তাগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবলীগ নেতার মৃত্যু
ছবিঃ মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি।

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহিদ উদ্দিন জিসনু (৪৮) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে ইফতেখার আহমেদ সিয়াম।

শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন।তিনি শায়েস্তাগঞ্জের কুঠিরগাঁও গ্রামের মৃত সামছু উদ্দিনের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদ উদ্দিন জিসনু কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার বিকেলের দিকে জ্বরের সাথে শ্বাসকষ্টও দেখা দেয় তার। সন্ধ্যার সময় তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ শহিদ উদ্দিন জিসনুর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠিয়েছে বলে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here