নিউজিল্যান্ডে নতুন করে করোনা শনাক্ত দুই জন

0
410
নিউজিল্যান্ডে নতুন করে করোনা শনাক্ত দুই জন

খবর৭১ঃ নিউজিল্যান্ডে প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে দুই জন শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটি এ তথ্য জানায়।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, শনাক্ত দুইজনেই সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ করেছে। টানা ২৪ দিন পর দেশটিতে ফের করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।

পুরোপুরি করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসার পর দেশটি গত সপ্তাহে সকল ধরণের বিধিনিষেধ তুলে নেয়। শুধুমাত্র সীমান্তে বিধিনিষেধ আরোপিত রয়েছে।

তবে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন সর্তক করেছিলেন, নিউজিল্যান্ডিয়ানরা দেশে ফিরলে ভবিষ্যতে ফের করোনা শনাক্ত হতে পারে।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানান, নতুন করে শনাক্ত দুই জনেই সীমান্ত সংক্রান্ত, সম্প্রতি যুক্তরাজ্য থেকে ভ্রমণ করেছেন তারা।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৬ জন। মারা গেছে ২২ জন। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here