খবর৭১ঃ পুরো ঢাকা শহরকে লকডাউন ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশ দেয়নি হাইকোর্ট। আদালত বলেছে, সরকার ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশ কোভিড-১৯ রোগীর সংখ্যা বিবেচনায় লাল, হলুদ ও সবুজ জোনে বিভক্ত করে পর্যায়ক্রমে লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
এমতাবস্থায় বর্তমান পর্যায়ে লকডাউনের বিষয়ে কোন আদেশ দেওয়া সংগত হবে না মর্মে আদালত মনে করে। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নের্তৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ এ মন্তব্য করেন।
পুরো ঢাকা শহরকে লকডাউন চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ।
শুনানিকালে আদালত বলেন, লকডাউন ঘোষণা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। আদালতের হস্তক্ষেপের সুযোগ নাই।