করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা শুরু করলো মডার্না

0
389
শৈলকুপার সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাংকারের ঢাকায় মৃত্যু

খবর৭১ঃ
প্রথম ও দ্বিতীয় ধাপে সফল হওয়ার পর করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষার ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি মডার্না।

বৃহস্পতিবার মার্কিন এই কোম্পানি নিশ্চিত করে জানিয়েছে যে, জুলাই মাসে চূড়ান্ত ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।

মডার্না জানিয়েছে, শেষ ধাপের পরীক্ষায় ভ্যাকসিনটির প্রত্যেক ডোজের জন্য ১০০ মাইক্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া একেবারে সর্বনিম্ন রাখার জন্য এ মাত্রার ডোজ নির্ধারণ করা হয়। এতে করে বছরে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার জন্য প্রস্তুতি রয়েছে কোম্পানিটি।

মার্কিন এই ওষুধ কোম্পানি বলছে, তৃতীয় ধাপের পরীক্ষার জন্য ইতোমধ্যে পর্যাপ্তসংখ্যক ভ্যাকসিন উৎপাদন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজের ম্যাসাচুসেটসভিত্তিক বায়োটেক কোম্পানি মডার্না। তারা বলছে, গবেষণার প্রাথমিক লক্ষ্য হচ্ছে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগকে প্রতিরোধ করা।

দ্বিতীয় লক্ষ্য হবে গুরুতর রোগ প্রতিরোধ করা। যাতে মানুষকে হাসপাতাল থেকে দূরে রাখা যায়।

ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের পরবর্তী এক বছরের জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here