শাহজাদপুরে গৃহবধুর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা!

0
504
শাহজাদপুরে গৃহবধুর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা!

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ বৃহস্পতিবার গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে রেণু খাতুন (২৬) নামের এক গৃহবধু। মৃত রেণু খাতুন উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর হাজী পাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী ২ সন্তানের জননী। সে খুকনী ইউনিয়নের রুপসী গ্রামের মোকসেদ মোল্লার কন্যা।

প্রতিবেশী ও নিহতের স্বজনেরা জানায়, ৮ বছর পূর্বে রেণু খাতুনকে পারিবারিক ভাবে বিয়ে করে জালালপুর ইউনিয়নের সৈয়দপুর হাজী পাড়া গ্রামের সাহেব আলীর ছেলে সাদ্দাম হোসেন। তাদের ঘরে ১ বছর বয়সী ও ৪ বছর বয়সী দুইটি সন্তান রয়েছে।

রেণু খাতুনের শ্বশুর সাহেব আলী জানান, বেশ কিছুদিন যাবৎ রেণুর মানুষিক সমস্যা দেখা দিচ্ছিলো। এজন্য গতকাল বুধবার তাকে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তার পূত্রবধূ রান্না করার সময় ঘরে ঢোকে। পরে কোন সারা শব্দ না পেয়ে ঘরে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখা যায়। তার দেহ নামিয়ে দ্রুত খাজা ইউনুস মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে এনায়েতপুর থানার ওসি তদন্ত রাকিবুল হুদার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ রেণু খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয‍্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে।

ওসি তদন্ত রাকিবুল হুদা জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে এনায়েতপুর থানায় একটি অপমৃত‍্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here