সুদীপ্ত শামীম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি কর্মকর্তাদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’র পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পযার্য়ের কর্মকর্তাদের মাঝে উন্নত মানের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
পৌর জাপা’র সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু সাংসদের প্রতিনিধি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজাই মাহমুদ’র হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন শান্তিরাম ইউনিয়ন জাপা’র সভাপতি শরিফুল ইসলাম শাহীন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফরিদুল ইসলামসহ কৃষি কর্মকর্তাগণ।
মরণব্যাধি করোনা ভাইরাস থেকে এসএপিপিও, এসএএওদের সুরক্ষার জন্য উন্নত মানের হ্যান্ড স্যানিটাইজার ও অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
উপহার সামগ্রী পেয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজাই মাহমুদ বলেন, ‘এসব সুরক্ষা সামগ্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদেরকে আরও উজ্জীবিত করবে।’