শোকাবহ আগস্টে ইবি ছাত্রলীগের মৌন মিছিল

0
1082

ইবি প্রতিনিধি/ রুমি নোমান:
শোকাবহ আগস্ট উপলক্ষে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ । শাখা ছাত্রলীগের ঘোষিত আগস্ট মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করে তারা।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে অনুষদ ভবনের সামনে থেকে এ মৌন মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এসে শেষ হয়। এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করে।

মৌন মিছিলে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলো, রবিউল ইসলাম পলাশ, রিজভী আহমেদ পাপন, গোলাম মোস্তাফা, মিঠু কবির, শিবলু, ফয়সাল সিদ্দিকী আরাফাত, রিয়ন মিয়া, অনিক, মঞ্জুর হাসান, রিজওয়ান, নিশানসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।খবর ৭১/ এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here