করোনাভাইরাস: ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

0
504
বস্তু থেকে সহজে করোনাভাইরাস ছড়ায় না

খবর৭১ঃ করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগামী ৮ জুন ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম।

ওই টিমে ১০ জন অভিজ্ঞ ডাক্তার থাকবেন, যারা দুই সপ্তাহ বাংলাদেশে থেকে দেশের করোনা চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলো ছাড়াও কোয়ারেন্টাইন সেন্টার এবং পরীক্ষাকরণ কেন্দ্রগুলো ঘুরে দেখবেন।

বাংলাদেশি চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিভিন্ন টেকনিকেল সাপোর্ট ও বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তারা।

ঢাকার চীনা দূতাবাস এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, যেহেতু বাংলাদেশে কোভিড-১৯ খুবই খারাপ দিকে যাচ্ছে, তাই তারা গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনা পেসিডেন্ট শি জিনপিংয়ের টেলিফোন আলাপের পর সহযোগিতার অংশ হিসেবে মেডিকেল টিম পাঠাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here