সুস্থ আছেন প্রধান বিচারপতি

0
527
সুস্থ আছেন প্রধান বিচারপতি

খবর৭১ঃ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুস্থ আছেন। তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য প্রকাশ পায়। এ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজ বুধবার রাতে এক বিবৃতি দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র স্পেশাল অফিসার মোহাম্মাদ সাইফুর রহমান কর্তৃক দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রধান বিচারপতি সুস্থ আছেন। তার পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমইচএ ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সেকারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়।

গত দুদিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত একশত ফাইলে স্বাক্ষর করেছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here