খবর৭১ঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে ৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে। সারা বিশ্বের এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৩ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীসহ বড় রাজনৈতিক নেতারাও করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত শীর্ষ নেতাদের খবর।
রিক মাচার ও তার স্ত্রী: দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিক মাচার এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বরত তার স্ত্রী অ্যাঞ্জেলিনা টেনি করোনায় আক্রান্ত হয়েছেন। ১৮ মে রিক মাচারের অফিস বিষয়টি নিশ্চিত করেছে। দিমিত্রি পেসকভ: ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ করোনায় আক্রান্ত। গত ১২ মে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। ফিরোজউদ্দিন ফিরোজ: আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজ করোনায় আক্রান্ত হয়ে তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। তার করোনা ধরা পড়ে ৭ মে।ওলগা লুইবিমোভা: রাশিয়ার সংস্কৃতি-মন্ত্রী ওলগা লুইবিমোভার দেহে গত ৬ মে করোনা ধরা পড়ে। ফয়সাল এধী: পাকিস্তানের বৃহত্তম দাতব্য সংস্থা এধী ফাউন্ডেশনের প্রধান ফয়সাল এধী করোনায় আক্রান্ত। আসাদ কায়সার: পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সারের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
কারম্যান ক্যালভো: গত ২৫ মার্চ স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারম্যান ক্যালভোর করোনা পরীক্ষায় ইতিবাচক ফল আসে। প্রিন্স চার্লস: ওয়েলসের রাজপুত্র এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের দেহে গত ২৫ মার্চ করোনা ধরা পড়ে। আব্বা কিয়ারি: নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ ৭০ বছর বয়সী আব্বা কিয়ারি করোনা আক্রান্ত হওয়া বিষয়টি গত ২৪ মার্চ জানা যায়। রেন্ড পল: কেন্টাকি থেকে রিপাবলিকান প্রথম মার্কিন সিনেটর রেন্ড পল করোনায় আক্রান্ত হয়েছেন। প্রিন্স অ্যালবার্ট: মোনাকোর যুবরাজ দ্বিতীয় অ্যালবার্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাইকেল বার্নিয়ার: ইউরোপীয় ইউনিয়নের প্রধান ব্রেক্সিট আলোকের করোনা ধরা পড়েছে। বেন্টো আলবুকার্ক: ব্রাজিলের খনি এবং জ্বালানি মন্ত্রী বেন্টো আলবুকার্ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগস্টো হেলেনো: ব্রাজিলের জাতীয় সুরক্ষা উপদেষ্টা ৭২ বছর বয়সী আগস্টো গত ১৮ মার্চ তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি করোনায় আক্রান্ত।
জেরেমি ইসাচারফ: ইসরাইলের জার্মানি রাষ্ট্রদূত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গত ১৭ মার্চ বিষয়টি জানিয়েছেন। ফ্রিডরিচ মের্জ: জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্ব দেওয়ার প্রচার চালিয়ে যাওয়া ৬৪ বছর বয়সী রাজনীতিবিদ করোনায় আক্রান্ত হয়েছেন। কোজো তাশিমা: জাপানের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান কেজো তাশিমা করোনায় আক্রান্ত বলে গত ১৭ মার্চ জানা গেছে। নাদিন ডরিস: যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের একজন মন্ত্রী নাদিম ডরিস গত ১০ করোনা পরীক্ষার ফল ইতিবাচক আসে। পিটার ডটন: অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রীর দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে।
মাসুমেহে এবেটেকার: ইরানের উপ-রাষ্ট্রপতি সংক্রামিত মাসুমেহে, ইরানের সহকারী স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি সহ দেশের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা করোনায় আক্রান্ত। সোফি গ্রেগোয়ার ট্রুডো: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো করোনায় আক্রান্ত হয়েছেন। বেগোনা গোমেজ: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী করোনা পরীক্ষা ইতিবাচক হয়েছে। কুইম তোরা: স্পেনের কাতালোনিয়া অঞ্চলের স্থানীয় নেতা কুইম তোরা গত ১৬ মার্চ তার দেহে করোনা সংক্রমণের খবর জানান।
পেরে অ্যারাগোনস: কাতালান সরকারের উপপ্রধান পেরে অ্যারাগোনস গত ১৫ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আইরিন মন্টেরো: স্পেনের মন্ত্রী আইরিন মন্টেরো গত ১৫ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। ফ্রাঙ্ক রিয়েস্টার: ফরাসী সংস্কৃতি মন্ত্রী ফ্রাঙ্ক রিয়েস্টার করোনায় আক্রান্ত হয়েছেন। ফ্রান্সিস সুয়ারেজ: মার্কিন যুক্তরাষ্ট্রের শহর মায়ামির মেয়র গত মার্চ করোনায় আক্রান্ত হওয়া খবর জানান। ফ্যাবিও ওয়াজগার্টেন: ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর প্রেস সচিব ফ্যাবিও করোনায় আক্রান্ত হয়েছেন। মিশাল ওয়াস: পোল্যান্ডের পরিবেশমন্ত্রী মিশাল ওয়াস করোনায় আক্রান্ত।
ওমারাও ইদানি: বুর্কিনা ফাসোর খনি মন্ত্রীর করোনা পরীক্ষার ফল ইতিবাচক পাওয়া গেছে। স্ট্যানিস্লাস ওয়ারো: বুরকিনা ফাসোর শিক্ষামন্ত্রীর কোভিড -১৯ ধরা পড়েছে। শিমিয়ন সাওয়াদোগো: বুর্কিনা ফাসোর অভ্যন্তরীণ মন্ত্রীর দেহে করো ধরা পড়েছে। আলফা ব্যারি: বার্কিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী আলফা ব্যারির দেহে কোভিড -১৯ ধরা পড়েছে।
বরিস জনসন: যুক্তরাজ্যের ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হয়েছেন। ম্যাথু হ্যানকক: ব্রিটেনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ম্যাথিউ হ্যানকক করোনায় আক্রান্ত হয়েছেন। অলিস্টার জ্যাক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার সদস্য অলিস্টার জ্যাক করোনায় আক্রান্ত। সেয়ে মাকিন্ডে: নাইজেরিয়ার ওয়ো রাজ্য রাজ্যপাল সেয়ে মাকিন্ডের দেহে করোনা ধরা পড়েছে। ইয়াকভ লিটজম্যান: ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকভ এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত।
আলী লারিজানি: ইরানের সংসদের স্পিকার করোনায় ধরা পড়ে। খলিফ মুমিন তোহো: সোমালিয়ার স্বায়ত্তশাসিত হিরশাবেল রাজ্যের আইনমন্ত্রী তোহো করোনায় আক্রান্ত। সেকৌ কৌরৌমা: গিনির সেক্রেটারি জেনারেল এবং সাবেক মন্ত্রী করোনায় আক্রান্ত। নুনো গোমেস নবিয়াম: গিনি-বিসাউর প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার তিন সদস্যের দেহে করোনা ধরা পড়েছে। মিখাইল মিশুস্টিন: রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন করোনায় আক্রান্ত। নিকোল প্যাসিনায়ান: আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনায়ান ও তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছে।