ঠাকুরগাঁওয়ে আরও ১১ জনের করোনা শনাক্ত

0
591
ঠাকুরগাঁওয়ে আরও ১১ জনের করোনা শনাক্ত
ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২২ জনে। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে ৬ জন নারী ও ৫ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৭ জন। তারা হলেন- ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মী, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এছাড়া শহরের মুসলিমনগর এলাকার ২ জন নারী ও ২ জন পুরুষ, বড়গাঁ ইউনিয়নের জালালী গ্রামের ৪৮ বছর বয়সী একজন পুরুষ। বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩জন। এদের মধ্যে একজন পুরুষ ও ২ জন নারী। আক্রান্তদের মধ্যে ২ জনের বাড়ী উপজেলার লালাপুর গ্রামে ও অপরজনের বাড়ী চাড়ােল ইউনিয়নে। এছাড়াও হরিপুর উপজেলায় ৯০ বছর বয়সী একজন পুরুষ করােনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩১ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৪ জন, হরিপুর উপজেলায় ২৪ জন, রাণীশংকৈল উপজেলায় ১২ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এটিই ঠাকুরগাঁও জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here