মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত, আইসিইউতে স্থানান্তর

0
499
না ফেরার দেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম

খবর৭১ঃ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সোমবার দুপুর ১২টায় করোনার উপসর্গ নিয়ে তিনি এ হাসপাতালের কেবিনে ভর্তি হন। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় রিপোর্ট পজেটিভ আসে। রাতে তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

চার দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় রেজাল্ট নেগেটিভ এসেছিল।

গতকাল শারীরিকভাবে দুর্বল অনুভব করার পাশাপাশি করোনার উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি হন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here