খবর৭১ঃ
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে মাঠে দায়িত্বরত পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি পুলিশ সদস্য। আর মারা গেছেন ১৫ পুলিশ সদস্য।
সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনের, এরমধ্যে ৫ হাজার ১২৯ জন পুলিশ সদস্য রয়েছেন।তবে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে এক হাজার ৮৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নতুন করে ২৬১ জন শনাক্ত হওয়ায় বাংলাদেশ পুলিশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ১২৯ জন হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১৫ জন পুলিশ সদস্য।
পুলিশ সদরদফতর বলছে, তাদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে।