খবর৭১ঃ শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।
সোমবার তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতাল ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন ছেলে তানভীর শাকিল জয়।
রাতে জয় বলেন, ‘চার দিন আগে পরিবারের সবাই টেস্ট করেছেন বিএসএমএমইউতে। তখন নেগেটিভ এসেছে। আব্বা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করায় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেয়া হয়েছে। তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে। কিছুক্ষণ পরে রিপোর্ট আসার কথা রয়েছে।’জয় জানান, তার বাবার ইউরিন কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে।
৭২ বছর বয়সী মোহাম্মদ নাসিম জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের দুই মেয়াদে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।