খবর৭১ঃ
আব্দুল আওয়ালঃ নেত্রকোণার হাওড়াঞ্চল খালিয়াজুরীতে ২৬ মে নৌকাডুবির ঘটনায়, আজ রোববার ৩১ মে চাকুয়া ইউনিয়নের লেপ্সিয়া বাজারের লঞ্চঘাট এলাকার ধনু নদী হতে নিখোঁজের ৫ দিন পর একজনের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে লেপ্সিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার ২৬ মে জেলার মোহনগঞ্জের গাগলাজুর গ্রাম হতে সাতজন যাত্রী সকালে ছোট একটি ট্রলারে চড়ে ধনু নদী মধ্য দিয়ে পাশের উপজেলার খালিয়াজুরী লেপ্সিয়া বাজারে যাচ্ছিলেন। ঐ দিন সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারটি চাকুয়া ইউনিয়নের হারাকান্দি এলাকায় পৌঁছলে বাতাসের সৃষ্ট উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকার পাঁচজন যাত্রী সাঁতিয়ে পাড়ে উঠতে পারলেও একই গ্রামের সুশীল দাস ও শারমীন আক্তার নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারের জন্য ময়মনসিংহ হতে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, প্রবল স্রোতের মধ্যে টানা তিনদিন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।
স্থানীয় এলাকাবাসীরা আজ বিকালে লেপ্সিয়া বাজারের লঞ্চঘাট এলাকায় ধনু নদীতে একটি লাশ ভাসতে দেখে লেপ্সিয়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের পুলিশ নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।
খালিয়াজুরী থানা অফিসার ইন চার্জ এ টি এম মাহমুদুল হক জানান, উদ্ধার করা মরদেহটি মোহনগঞ্জ উপজেলার মহব্বতনগর গ্রামের নিখোঁজ সুশীল দাসের (৫২) বলে পরিবারের লোকজন সনাক্ত করেছে।