খবর৭১ঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই সঙ্গে বন্ধ থাকে সব ধরনের গণপরিবহন। তবে পরিস্থিতি মোকাবেলায় শর্ত সাপেক্ষে আগামী ১৫ জুন পর্যন্ত তুলে নেয়া হয়েছে সাধারণ ছুটি। এ অবস্থায় সব ধরনের অফিস খোলার পাশাপাশি চলাচলের অনুমতি দিয়েছে সব গণপরিবহনকে তবে বন্ধ থাকবে উবার, পাঠাওসহ সব ধরনের রাইড শেয়ারিং সেবা।
বিআরটিএ থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে সেবা বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। ফলে মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন সেবা আপাতত পাচ্ছেন না যাত্রীরা।
তবে এ ধরনের নির্দেশ মেনে চলার কথা জানিয়েছেন পাঠাও ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ। এর আগে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে গণপরিবহনের পাশাপাশি গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআরটিএ। পরে তা বাড়ানো হয়।