সৈয়দপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

0
512
বস্তু থেকে সহজে করোনাভাইরাস ছড়ায় না

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম সাঈদ হোসেন (৩৫)। পেশায় তিনি ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী। গতকাল রবিবার বিকেলে শহরের নয়াটোলা এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি।

জানা গেছে, সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকার সিদ্দিক হোসেন ওরফে সিদ্দিক বানিয়ার ছেলে সাঈদ হোসেনের শহরের শেরে বাংলা সড়কের প্রামনিক জুয়েলার্স নামে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সে গত কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। গত ২৮ মে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে সংগৃহিত নমুনা নীলফামারী সিভিল সার্জনের দপ্তরের মাধ্যমে দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাঁর নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি অদ্যাবধি। আর এর মধ্যে গতকাল রবিবার বিকেল তিনটার দিকে মারা যান সাঈদ হোসেন।

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া স্বর্ণ ব্যবসায়ী সাঈদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক উপজেলা দাফন কমিটির মাধ্যমে তাকে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here