ঝালকাঠির বিশখালি নদীতে আম্পানে বিধ্বস্ত বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত: স্থায়ী বাঁধের দাবীদে নদীপাড়ে এলাকাবাসীর মানববন্ধন

0
565
ঝালকাঠির বিশখালি নদীতে আম্পানে বিধ্বস্ত বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত: স্থায়ী বাঁধের দাবীদে নদীপাড়ে এলাকাবাসীর মানববন্ধন

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিশখালি নদীতে ঘূর্নিঝড় আম্পনে বিধ্বস্ত বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে এলাকাবাসী। নদী ভাঙন ও প্লাবন রোধে অস্থায়ী এ বাঁধটি ব্লক ডাম্পিং করে স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধনও করেছে এলাকাবাসী। শনিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা কাঁঠালিয়া উপজেলায় বিশখালি নদীর পাড়ের চারটি ইউনিয়নের ২৫টি গ্রাম প্রতিবছর বর্ষা মৌসুমসহ দুর্যোগে নদীর পানিতে প্লাবিত হয়। সিডরের পর অস্থায়ী ভিত্তিতে এখানে ১০ কিলোমিটার মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়েছিল। কিন্তু আম্পানে তা ভেঙে যায়। প্লাবিত হয় ২৫ গ্রামের ঘর বাড়ি। তলিয়ে যায় ফসলের ক্ষেত। ব্যপক ক্ষতি হয় কৃষির। বিশখালি নদীর তীব্র বিষে গত ৫০ বছর ধরে নদী গর্ভে বিলিন হয়েছে কয়েক হাজার একর সফলি জমি ও বাড়ি ঘর। শনিবার সকালে বিশখালি নদী পাড়ে উপজেলার আমুয়া, কাঁঠালিয়া সদর, শৌলজালিয়া এবং আওড়াবুনিয়া ইউনিয়নের শতশত মানুষ ব্লক ডাম্পিংসহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে ২৫ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে আম্পানে ক্ষতি বাঁধ মেরামত করেন। আম্পানে প্রায় ৫ কিলোমিটার এ অস্থায়ী বাঁধটি ভেঙে গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। এলাকাবাসীর দাবী নদী পড়ের এ ৪ ইউনিয়নের মোট ২৯ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ হলেই নদী ভাঙন ও প্লাবনের হাত থেকে স্থায়ী ভাবে রক্ষা হবে উপজেলাটি। এব্যপারে বারবার স্থানীয় সংসদ সদদ্যের দৃষ্টি আকর্ষণ করে কোন প্রতিকার পাওয়া যায়নি বলেও এলাকাবাসীর অভিযোগ। এ কর্মসূচির মাধ্যম্যে এলাকাবাসী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here