মুুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা বলাই মাস্টারের ইন্তেকাল

0
443
মুুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা বলাই মাস্টারের ইন্তেকাল

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নং দারোরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্রী সঞ্জিত কুমার দাস গুপ্ত (বলাই মাস্টার) মারা গেছেন। শুক্রবার সকাল ৮টায় ঢাকায় হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

তিনি উপজেলার দারোরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মুরাদনগর উপজেলা শাখার উপদেষ্টা ও দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।

জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। শুক্রবার সকালে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তার নিজ বাড়িতেই রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাহ করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রুহুল আমীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here