ঝালকাঠিতে পাঁচ মিনিটের টর্ণেডোতে লন্ডভন্ড ৬ গ্রামে শতাধিক বসত ঘর

0
480
ঝালকাঠিতে পাঁচ মিনিটের টর্ণেডোতে লন্ডভন্ড ৬ গ্রামে শতাধিক বসত ঘর

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও পাঁচ মিনিটের আকস্মিক এক টর্ণেডো বয়ে গেছে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ছয় গ্রামের উপর দিয়ে। এতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক বসত ঘর, একটি বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা। উড়ে গেছে টিনের চাল। কয়েত শত ছোট বড় গাছ পালা ভেঙ্গে গেছে।

স্থানীয়রা জানিয়েছে, কখন কখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় এর মধ্যে বুধবার রাত ৯ টার দিকে আকস্মিক দমকা বেগে টর্ণেডো বয়ে যায়। মাত্র ৫ মিনিটের স্থায়ী এ টর্ণেডোতে কিছু বুঝে ওঠার আগেই লন্ডভন্ড হয়ে যায় বসত ঘর, গাছ পালাসহ অন্যান্য স্থাপনা। অনেকেই খোলা আকাশের নিছে বসবাস করছে। বিদ্যুতের ঘুটি ভেঙ্গে ও তার ছিড়ে রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে । টর্ণেডোর ক্ষয় ক্ষতি নিরুপনে উপজেলা প্রশাসন কাজ করছেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার।
ঝালকাঠি প্রতিনিধি
২৮.০৫.২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here