শেরপুরের নকলায় স্বেচ্ছাশ্রমে আউশ ধান রোপন

0
461
শেরপুরের নকলায় স্বেচ্ছাশ্রমে আউশ ধান রোপন

শেরপুর আবু হানিফ :
শেরপুরের নকলায় স্বেচ্ছাশ্রমে এক কৃষকের আউশ ধান রোপন করে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ মে) নকলা পৌরসভার বাজারদী এলাকার কৃষক মো. ফজলুর রহমানের ৫০ শতক জমিতে স্থানীয় মো. করিম মিয়ার উদ্যোগে আউশ ধান রোপন করে দেওয়া হয়।

এমন মহতী উদ্যোগকে সফল করতে সার্বিক সহায়তা করেছেন- উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল সূত্র ধর, সমাজ সেবক তুতা মিয়া, বদিউজ্জামান কডু, রফিকুল ইসলাম, সেলিম মিয়া, সাজু মিয়া, শ্যামল মিয়া, রফিজ উদ্দিন, কমর উদ্দিন প্রমুখ। স্বেচ্ছাশ্রমে এ ধান রোপনে অন্যান্যদের মধ্যে স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবক আমির হোসেন, সোবহান মিয়া, জনি মিয়া, রমজান আলী, সোহাগ মিয়াসহ অনেক তরুণ স্বেচ্ছাসেবক ও এলাকার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

মো. ফজলুর রহমান বলেন, ঈদের পর পরই ধান রোপনের জন্য শ্রমিক খোঁজে পাচ্ছিলাম না। আমার এই সমস্যা দেখে এলাকাবাসীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান রোপন করে দেওয়া বেশ উপকৃত হলাম। দেশের প্রতিটি এলাকায় এমন স্বেচ্ছাসেবক জন্ম নিলে দেশের আনেক দরিদ্র কৃষক উপকৃত হবেন বলে তিনি মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here